মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গীতে একটি পিকআপভ্যান থেকে ১৬০
কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে আটক করেছে র্যাব।
মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর চেরাগ আলী এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয় বলে র্যাব-১ জানায়।
আটককৃতের নাম মোঃ রুবেল মিয়া (২৩)। কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড় বালাশঘর এলাকার বাসিন্দা।
বুধবার (১১ মে) র্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আমরা জানতে পারি, রুবেল কুমিল্লা থেকে গাঁজার একটি চালান নিয়ে ঢাকায় আসছিলো। অভিযানে তার কাছ থেকে ১৬০ কেজি গাঁজা,গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যান, রুবেলের মোবাইল ফোন ও দুই হাজার টাকা জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে রুবেল র্যাব কে জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। টঙ্গী থানায় মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।