মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গী বোর্ড বাজার এলাকায় ‘মেসার্স মনির ট্রেডার্স’-এর গোডাউন থেকে ২ হাজার ৫৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছেন মোবাইল কোর্ট।
মঙ্গলবার (১০ মে) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম টঙ্গী বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করে। এ সময় প্রতিষ্ঠানের মালিক মনির হোসেনকে ২ লক্ষ টাকা আর্থিক জরিমানা করার পাশাপাশি উদ্ধার করা হয় ২ হাজার ৫৮ লিটার সয়াবিন তেল। পরে মজুদকৃত তেল ন্যায্য মূল্যে জনতার কাছে বিক্রি করে দেয়াহয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহবুবুর রহমান ও আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের সহায়তা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।