দাগনভূঞা প্রতিনিধি:
সারাদেশের গৃহহীন-ভূমিহীনদের গৃহ ও জমি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দাগনভূঞা উপজেলায় ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হয়েছে এই উপহার। এরই ধারাবাহিকতায় দাগনভূঞা উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি’র সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম, ওসি (তদন্ত) আবদুল ওহাব সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হক, রামনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, পূর্ব চন্দ্রপুর মডেল ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান, বীর মুক্তিযোদ্ধা পেয়ার আহমেদ প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।