সংবাদ বিজ্ঞপ্তি:
দৈনিক মানবকণ্ঠের ফেনীর দাগনভূঁইয়া প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল। গতকাল (১২ মার্চ ২০২২) শনিবার দুপুরে পত্রিকার প্রধান কার্যালয় রাজধানীর খিলক্ষেত বর’য়ার অফিসে, সম্পাদক দুলাল আহমেদ চৌধুরীর নিকট থেকে নিয়োগ পত্রটি গ্রহণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠের প্রধান নির্বাহী কর্মকর্তা সৌরভ হাসান ভূঁইয়া, হেড অব মার্কেটিং মতিয়ার রহমান, সার্কুলেশন ম্যানাজার কার’ল ইসলাম, চীফ একাউন্টিং আবদুল আলীম সবুজ। মোস্তাফিজুর রহমান সোহেল দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে ফেনীর স্থানীয় অনেক পত্রিকায় দাগনভূঁইয়া প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। এর মধ্যে উল্লেখযোগ্য পত্রিকাগুলো হচ্ছে, দৈনিক দুর্বার, দৈনিক অজেয় বাংলা, দৈনিক নয়া পয়গাম, অর্ধ-সাপ্তাহিক পথ, সাপ্তাহিক পারিজাত, জাতীয় সাপ্তাহিক শুচিতা, সাপ্তাহিক হর্কাস, সাপ্তাহিক কলকণ্ঠ, ফেনীর প্রত্যয়সহ অংসখ্য পত্রিকায়। অতীতের মতো সাংবাদিক সোহেল সকলের সহযোগিতা কামনা করেন। মোবাইল নম্বর -০১৮১৮৮৮৫৯৮৭।