দেওয়ান মোঃ ইমরান(দক্ষিণ আফ্রিকা):
দক্ষিণ আফ্রিকার ঘাউটেং প্রদেশের বেননী এলাকায় মধ্যরাতে এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত বাংলাদেশী ব্যবসায়ীর নাম মীর হোসেন মিনাজ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
উনার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ইউনিয়ন আলকরা ইউনিয়নের দত্তসার সৈয়দ বাড়ি।
স্থানীয় বাংলাদেশীরা জানান, সোমবার,
(৭ ফেব্রুয়ারী ২০২২)
রাত সাড়ে দশটার পর দোকান করে মীর হোসেন সহ তার কর্মচারীরা খোশ গল্প করছিলেন তখন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা দেয়াল টপকে ঘরে ঢুকে যায়।
এলাকাটি শ্বেতাঙ্গ অধ্যুষিত হওয়ায় মিরাজ হোসেনরা খুব বেশি নিরাপত্তা বেষ্টনী রাখেন না। সাধারণত প্রতিদিন দোকান বন্ধ করে আঙ্গিনায় হাটাহাটি করেন তারা।
নিত্যদিনের মতো তারা নির্বিঘ্নে খাওয়া দাওয়া করে গল্পগুজব করছিলেন। এমন সময় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা ঘরে ঢুকে তিন বাংলাদেশীকে বাথরুমে বন্দি করে শুধুমাত্র মীর হোসেন মিরাজকে গুলি করে। তারা মিরাজের মাথা এবং বুকে দুই রাউন্ড গুলি করে নিশ্চিত মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
প্রাথমিক আলামতে বুঝা যায়, পুর্বশত্রুতার জের ধরে ভাড়াটিয়া খুনি দ্বারা এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। স্থানীয় এলাকায় পার্টনারশিপে নিহত মিরাজের কয়েকটি দোকান রয়েছে বলে জানা যায়।