ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,বিশেষ প্রতিনিধিঃ
৩ ফেব্রুয়ারী-২০২২ সালে বাংলাদেশী গবেষক মোঃ জুনাইদ নাঈম পি,এইচ,ডি (Ph.D) ডিগ্রি লাভ করেছেন। তিনি জাপানের নাগাকুতে শহরের আইচি মেডিকেল ইউনিভার্সিটির ফিজিওলজি (Physiology) বিভাগ থেকে চিকিৎসা বিজ্ঞানের (Medical Science) এর উপর পি,এইচ,ডি ডিগ্রী লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল প্রস্টেট ক্যান্সার। তার গবেষণায় তিনি দেখিয়েছেন যে, টাইরোসিন কাইনেজ রিচেপ্টর (receptor) (বিশেষ ধরণের প্রোটিন) কে বাঁধা দিলে প্রস্টেট ক্যান্সার কোষ সমূহের বৃদ্ধি বাঁধা প্রাপ্ত হয়। তিনি ইঁদুরের (Mice) মধ্যে গবেষণা করেও একই ধরনের ফলাফল পেয়েছেন। তার গবেষণা প্রবন্ধ জাপানের এলজেভিএর জার্নাল ‘লাইফ সায়েন্স’ এ প্রকাশিত হয়েছে।
তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মোলিকুলার বায়োলজি বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেন। তিনি চট্রগ্রামের গবেষণা প্রতিষ্ঠান ইউজিএফ রিসার্চ গ্রুপ থেকে গবেষণায় হাতেখড়ি লাভ করেন। তাঁর স্থায়ী ঠিকানা নোয়াখালীর সেনবাগের ৪নং কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রাম। তিনি বর্তমানে গবেষণার কারনে জাপানে অবস্থান করছেন বলে জানান।
তিনি দেশবাসী সহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।