-
- জাতীয়, জেলা
- দাগনভূঞা ইউনিয়ন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা
সময়ের বাতায়ন এডমিন দ্বারা প্রকাশিত
- প্রকাশিত>> ডিসেম্বর, ২৩, ২০২১, ৫:৪৬ অপরাহ্ণ
- 85 পড়া হয়েছে>>
ফেনী প্রতিনিধি:
ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে সকল প্রতিদ্বন্ধী প্রার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকালে আতাতুর্ক স্কুল মিজান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফেনী পুলিশ সুপার আব্দুল্লা আল মামুন, ফেনী-৪ বিজিবি লে. কর্নেল আব্দুর রহিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী।
অনুষ্ঠানে আগামী ২৬ ডিসেম্বর ছয় ইউনিয়নে হতে যাওয়া নির্বাচনের প্রার্থীগণ উপস্থিত ছিলেন। এসময় নির্বাচনের বিধি নিয়ে প্রার্থীগণের উদ্দেশ্য জেলা প্রশাসক ও ফেনী পুলিশ সুপার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য প্রার্থীগণ আগত অতিথিদের কাজে আকুল আবেদন জানান।
Deprecated: Theme without comments.php is
deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
/home/somoyerb/public_html/wp-includes/functions.php on line
5059
এই বিভাগের আরো সংবাদ