দাগনভূঁঞা (ফেনী) প্রতিনিধিঃ
ফেনীর দাগনভূঁঞায় যুবকের রহস্যজনক মৃত্যু। তবে যুবকের পরিবারের দাবি এটি হত্যা।
ফেনীর দাগনভূঞা উপজেলা মাতুভূঞার মোমারিজপুরে কাওসার আহম্মেদ রুবেল (২৬) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার রাতে মোমারিজপুর গ্রামের আলী আহম্মদ নাদু সওদাগর বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত রংমিস্ত্রি রুবেল একই বাড়ীর আলী আহম্মদের ছেলে।
তবে তার পরিবারের দাবী রুবেলকে পরিকল্পিতভাবে হত করা হয়েছে।
নিহতের মামা ইমরান অভিযোগ করেন, রুবেলদের পরিবারের সাথে একই এলকার সাহাব উদ্দিন ও রমজানের গংদের সাথে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। জায়গা সম্পত্তির বিষয়ে দাগনভূঞা থানায় একাধিক বৈঠকও হয়েছিল।
আজ মঙ্গলবারও থানায় বৈঠকের কথা রয়েছে। তারা রুবেলকে অন্ডকোষ টিপে হত্যা করে আআত্মহত্যা বলে প্রচার করেছে।
সোমবার সকালে রুবেলের বোনের বাড়ীতে পরিবারের সবাই বেড়াতে যায়। রুবেল বাড়ীতে একা ছিল। দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য এখনও জানা যায়নি।
খবর পেয়ে দাগনভূঁঞা থানা পুলিশ নিহতের সত্যতা নিশ্চিত করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.