মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান ছয় হাজার ৪৫২ ভোটের ব্যবধান জয়লাভ করেছেন। তিনি মোবাইল ফোন প্রতীকে ২৩ হাজার ৬২৩ ভোট পেয়েছেন। নির্বাচিত এ মেয়র কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক।
রবিবার (২৮ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল নৌকা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৭১ ভোট। দুজনের ভোটের ব্যবধান ছয় হাজার ৪৫২।
রবিবার সকাল ৮টায় এ পৌর নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।