শাখাওয়াত হোসন: দাগনভূঞা:
ফেনী জেলাধীন দাগনভূঞা পৌরসভার ১ নং ওয়ার্ড আলাইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দাগনভূঞায় সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যােগে গত শুক্রবার ১৯ই নভেম্বর ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগীতা করেন দাগনভূঞা রুগী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক শাহ আলম। উল্লেখ্য সকাল থেকে বিকাল পর্যন্ত দাগনভূঞা তাকিয়া হোমিও হলের অভিজ্ঞ ডাক্তার মোতাহার হোসেন,জায়েদুর রহমান ফয়সাল,ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেড এর দাগনভূঞা এমপিও মোঃ মনজুরুল ইসলাম।এই চিকিৎসা ক্যাম্পে প্রায় ২৫০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।রোগীদের ফ্রিতে ডায়াবেটিস ও প্রেশার পরীক্ষা করা হয়। বিভিন্ন রোগ অনুযায়ী ফ্রিতে ঔষধ বিতরন করা হয়। এ ক্যাম্পেইন উপস্থিত ছিলেন দাগনভূঞায় সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য ইমাম হোসেন রিয়াদ,নাজমুল হাসান জনি, রাফি, হৃদয়,মারুফ, নাদিম,রামিম, শাকিল ও সংগঠনের সদস্যবৃন্দ।আরও উপস্থিত ছিলেন,দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক শাখাওয়াত হোসেন টিপু, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুলফিকার আলম, দাগনভূঞা ফার্নিচার ভিলেজ এর স্বত্তাধিকারি দেলোয়ার হোসেন,দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার ,অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।