পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন করা হয়েছে। উপজেলার গাঙ্গুরিয়া ইউপির দেউলিয়া মন্দির প্রাঙ্গনে ইউনিয়ন আদিবাসী সাংষ্কৃতিক কমিটির আয়োজনে ও কারিতাস রাজশাহী অঞ্চলের আশা প্রকল্পের সহযোগীতায় কারাম উৎসব উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কারাম উদযাপন কমিটির সভাপতি রতন তিগ্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কোষাধক্য সুধির তির্কী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি কর্নেলিউস হাসদা, কারিতাস আশা প্রকল্পের জেপিও ফুলজেনসিউস মারান্ডী। এসময় গাঙ্গুরিয়া ইউপি সদস্য আকরাজুল ইসলাম, আদিবাসী নেতা বাবুলাল লাকড়া, জসেব টুডু, সংস্থার মাঠ কর্মকর্তা বলাই মারান্ডী, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা শাখার সম্পাদক আইচন পাহান উপস্থিত ছিলেন। কারাম উৎসবে বিভিন্ন উপজেলা থেকে আগত ২১টি আদিবাসী করাম দল নৃত্য পরিবেশন করেন।