মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
” মুজিব বর্ষের অঙ্গিকার, ঘরে ঘরে গ্রন্থাগার “। এই প্রতিপাদ্য বিষয় টিকে সামনে রেখে সুনামগঞ্জ জেলায় পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১। জ্ঞানের আলোয় আলোকিত মননশীল সমাজ বিনির্মানের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সুনামগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর যৌথ আয়োজনে এবং সুনামগঞ্জ সাহিত্য সংসদ ( সুসাস) এর সহযোগিতায় শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অবসর প্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে,র সভাপতিত্বে এবং কবি ও কথা সাহিত্যিক ওবায়দুল হক মুন্সী,র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা,স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি গণগ্রন্থাগার এর জুনিয়র লাইব্রেরিয়ান আনিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান, সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ডাঃ বাদল চন্দ্র বর্মন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট গীতিকার ও কবি শেখ ওয়ারিশ।এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার কবি,সাহিত্যিক,
সাংস্কৃতিক কর্মী, শিল্পী, শিক্ষক, ছাত্র ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন। অনুষ্ঠান পরবর্তী সময়ে স্হানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।