ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক খান ৮,২৪০ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী সাইফুর রহমান স্বপন পেয়েছেন ৯২৭ ভোট। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী নির্বচনের ফলাফল ঘোষণা করেছেন।
৯টি ওয়ার্ডে কাউন্সিলরদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৭ জন ও বিদ্রোহী আওয়ামী লীগের দুইজন নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে সাধারণ ৪টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের সব কয়টি (৩টি) আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় পূর্বেই নির্বাচিত হয়েছিলেন। এই বিজয়ের ফলে আওয়ামী লীগের প্রার্থী পরপর নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন।