অনলাইন ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বাংলাদেশের সম্পদ। এ ভাস্কর্য রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছয় জেলায় ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় হেফাজত ইসলাম সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেফাজতে ইসলাম তারা নিজেরা নিজেরাই মামলা করেছে। বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগই এই মামলা দেখবে। ই-পাসপোর্ট কার্যক্রম নিয়ে তিনি বলেন, পাসপোর্ট তৈরিতে কেউ যাতে হয়রানির শিকার না হয়, এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে আমরা এ কার্যক্রম শুরু করেছি। যে কেউ ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে এ কার্যক্রমের সুবিধা ভোগ করতে পারবে।