ডেস্ক রিপোর্ট:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মোকাবিলায় বাংলাদেশ যে উদাহরণ রেখেছে, তা দেখে বিশ্ববাসী প্রশংসা করেছে। আমাদের আরও বেশ কিছুদিন মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্বসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থাও করেছি, আশা করছি, আগামী জানুয়ারি মাসের কোনো এক সময় করোনার ভ্যাকসিন দেশে নিয়ে আসতে পারবো, যোগ করেন মন্ত্রী। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলায় কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।