সময়ের বাতায়ন, ছোট গল্পে সংরক্ষিত:
“চেনা শহর যেন অচেনা”-কাজী ইফতেখার।
আমি যখনই যাই তখনই শহরটির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি। চেনা একটি শহর কি করে অচেনা হয়ে যায় তা কেবল ভাবি। এইতো সেদিন এই শহরের প্রতিটি অলিতে গলিতে ঘুরে বেড়াতাম। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিচিত মুখের ছড়াছড়ি। প্রয়োজন আর প্রিয়জন মিলিয়ে একাকার একটি শহর। কিন্তু এখন দু একটা পরিচিত মুখ ছাড়া সব মুখই অচেনা। আমি ভাবি এখনো তো এই শহরের বুকে সন্ধ্যা নামে। রাতের আঁধারে হয়তো নতুন কোন দল নিশাচর হয়ে ঘুরে বেড়ায় শহর জুড়ে। শহীদ মিনার, রেল স্টেশন অথবা দিঘীর পাড়ে আড্ডায় মেতে উঠে নতুনেরা। প্রতিদিনই রচিত হয় নতুন কোন প্রেমের গল্প। রিকশার হুড তুলে ঘুরে বেড়ায় কোন না কোন জুটি। কোন প্রেমিকা হয়তো তার প্রেমিকের কাঁধে মাথা রেখে শুনাই স্বপ্নের গল্প। এই শহরের সব কিছুই হচ্ছে আগের মতো। শুধু আমি নেই, আমরা নেই। শহরের গল্পগুলো সব আগের মতো আছে। শুধু চরিত্রগুলো পরিবর্তন হয়েছে। শহরটি ছেড়েছি কয়েক বছর হয়ে গেল। সময় গড়িয়ে যুগ পার হবে। কিন্তু ভালোবাসা? সেটা হয়তো বাড়তে থাকবে। কারণ স্মৃতিতে প্রেম বাড়ে। আর মানুষ স্মৃতিতে বাঁচে।
কাজী ইফতেখারুল আলম
এলএলবি শিক্ষার্থী
নোয়াখালী আইন কলেজ।