আন্তজার্তিক ডেস্ক:
কোপটাউনের গ্রাসী পার্ক এলাকায় ১৩ বছর বয়সী একজন কিশোরিকে ধর্ষনের অভিযোগে একজন বাংলাদেশী দোকানদার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।গত মংগলবার দিনের বেলা এই ঘটনা সংঘটিত হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে গ্রাসী পার্ক পুলিশ স্টেশনের কমান্ডার কর্নেল দাউদ লইং সাংবাদিকদের বলেছেন,ঘটনার দিন দুপুর ১২ টার দিকে স্হানীয় লোকজনের হৈচৈ দেখে পুলিশ ঘটনাস্থলে আসে একজন বাংলাদেশী নাগরিকের দোকান থেকে ১৩ বছরের একজন কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং দোকান মালিক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছেন,কিশোরীটি দোকানে মালামাল ক্রয় করতে আসলে দোকান মালিক কৌশলে থাকে দোকানের ভিতর নিয়ে ধর্ষন করে এই সময় প্রতিবেশী বাসিন্দারা ঘটনা বুঝতে পেরে বাংলাদেশীর দোকানের উপর হামলা করার চেষ্টা চালায় এই সময় পুলিশ এসে ভিকটিম সহ অভিযুক্ত বাংলাদেশীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এই ব্যাপারে কিশোরীর অভিভাবক বাদী হয়ে বাংলাদেশীর বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেছে।গ্রেপ্তার কৃত অভিযুক্ত বাংলাদেশী বর্তমানে জেল হাজতে রয়েছে।