আজ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নওগাঁর মান্দায় বন্যা দূর্গত এলাকার অসহায় পরিবারের মাঝে ১০কেজি বিতরণ।

সজিবুর রহমান সজিব,নওগাঁ জেলা প্রতিনিধি:

চাল নওগাঁর মান্দায় বন্যা দূর্গত এলাকার অসহায় পরিবারের মাঝে ১০কেজি করে চালো বিতরণ করা হয়েছে। উপজেলার ১৪নং বিষ্ণপুর ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় এ চাল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২০শে আগষ্ট ) দুপুরে দুর্যোগপূর্ণ এলাকাজুড়ে সহায়তা হিসাবে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০০০(হাজার) পরিবারে সরকারের পক্ষ থেকে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিষ্ণুপুর চকশৈল্যা বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে এই ত্রান বিতারন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউপির সংশ্লিষ্ট ইউনিয়নের মেম্বারগন। বিষ্ণুপুর ইউনিয়নের ২১গ্রামের মধ্যে ২১টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় মান্দা উপজেলার মধ্যে সবচেয়ে বেশি অসহায় অবস্থার মধ্যে ছিল এ ইউনিয়নের বাসিন্দার ।

ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর


Deprecated: Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/somoyerb/public_html/wp-includes/functions.php on line 5059

Comments are closed.

     এই বিভাগের আরো সংবাদ