“ফিরে এসো আল্লাহর পথে”
-আবুল খায়ের বুলবুল।
ক্লান্ত পৃথিবী, চারিদিকে চলছে হাহাকার
স্বজন হারানো বুক,চোখের জলে বইছে পারাবার।
স্পন্দিত হৃদয় আজ থমকে গেছে করোনার আঘাতে
ভালোবাসা হয়ে গেছে নি;স্ব,কেউ চায়না নিজকে হারাতে।
মসনদ টিকাতে বৈভব বাড়াতে বিত্ত ও শক্তিবানদের-
শক্তির মোহড়ায়
বিধ্বংস করছে মানবতার ভূমি,হত্যা খুন করছে জোড়ায় জোড়ায়।
যৌন সুখ ভোগে পতিতা পল্লীতে বেড়ে গেছে খদ্দরের আনাগোনা
প্রমোদ তৈরীর রঙশালায় বাজানো হচ্ছে নিত্য নতুন নৃত্যের বাজনা।
সৎ মানুষের প্রতি পদে পদে দিয়েছে বাঁধা,পথে পথে দিয়েছে ধিক্কার
সাহসী উচ্চারণ স্তব্ধ করে দিতে চালিয়েছে কত স্ট্রিম রোলার।
কিম্বা নির্যাতনের সেলে বছরের পর বছর রেখে করেছিলো নি;শেষ
কোটি মানুষকে মূঢ় করে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে সবিশেষ।
হিংসার দাবানলে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে প্রার্থনর শ্রেষ্ঠ স্থান
অট্টহাসি হেসেছে,বীরত্ব দেখিয়েছে পুড়িয়ে আল্লাহর সংবিধান।
মানুষ আল্লাহ রাসুলকে গালি দিয়ে নমরুদ ফেরাউনকে ছাড়িয়ে গেছে
ঈমানদারের মুখের গ্রাস দিক বিদিক থেকে কেড়ে নিয়েছে।
ইরাক সিরিয়া ফিলিস্থিন আফগান কাশমির ও মায়ানমারের মুসলমানকে বিধ্বংস করতে দেখে
পৃথিবীর সাতটি মহাদেশের মানুষ উঠেছে তেঁতে।
তাদের অধিকাংশ যে লোক দেখানোর কথা বলছে তা কিন্তূ মুসলমান জানে
তাই প্রার্থনা শেষে মুসলমান ফরিয়াদ জানিয়েছে আল্লাহ শানে।
তাদের সেই ফরিয়াদ আসমান থেকে আসমানে পৌঁছিয়ে দিয়েছে ফেরেস্তারা
হয়ত সেই ফরিয়াদ মঞ্জুর করেই সারা পৃথিবীকে দেখাচ্ছেন এই ভাইরাস দ্বারা।
ইতিহাস সাক্ষী আত ও সামুদ জাতি বাঁচতে পারেনি তাঁর হাত থেকে
অতএব মানুষ শান্ত হও বুঝো আর ফেরে যাও আল্লাহর পথে।।